• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির বিপিএম, পিপিএম

সড়কে ট্রাক্টর চলাচল, যানজট ও লঞ্চঘাটে যাত্রী হয়রানিসহ নানা অনিয়ম দূর করা হবে

প্রকাশ:  ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

সদ্য রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত (বিপিএম) চাঁদপুরের পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির বিপিএম, পিপিএম-এর সাথে চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ মতবিনিময় সভায় উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।
    মতবিনিময়কালে পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, আমি চাঁদপুরে যোগদানের পর পর জাতীয় নির্বাচনসহ বেশকিছু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকার কারণে আপনাদের সাথে যোগাযোগে কিছুটা দূরত্ব সৃষ্টি হয়েছে। এখন থেকে জেলার আইনশৃঙ্খলার উন্নয়নে বিশেষ নজর দেয়া হবে। এ বিষয়ে আপনাদের সহযোগিতা চাই। তিনি বলেন, বিনা বাধায় গরিবের জন্যে পুলিশিং সেবা এবং তাদের জন্যে পুলিশের দরজা সবসময়ের জন্যে খোলা। আমরা আগের এসপির (শামছুন্নাহার) মতো জনগণের কথা শুনছি এবং তাদের সমস্যা সমাধানের জন্যে কাজ করছি।
    তিনি আরো বলেন, সরকার নির্বাচনী ইশতেহারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে মাদক ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ের ওপর। সারাদেশে এ দুটি সমস্যা নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট মাঠে কাজ করছে। সাধারণ জনগণ আইনশৃঙ্খলা বাহিনী তথা পুলিশকে সাধুবাদ জানাচ্ছে। এ দুটি সমস্যা পুরোপুরি নির্মূলে আপনাদের (সাংবাদিকদের) সহযোগিতা খুবই জরুরি। আপনারা সমাজের প্রতিটি স্তরের ভালো-মন্দের খবর রাখেন, আপনাদের লেখনির মাধ্যমে আমরা সমাজের অসংগতিগুলো জানতে পারি।
    সভায় সাংবাদিকরা সড়কে অবৈধ ট্রাক্টর চলাচল, অবৈধ সিএনজি স্কুটার, অটোরিক্শা ও ব্যাটারিচালিত ইজিবাইকের দৌরাত্ম্য, লঞ্চঘাটে চালকদের দৌরাত্ম্য, যাত্রীদের হয়রানি, নদীতে চাঁদাবাজি, শহরে চুরি-ছিনতাই বেড়ে যাওয়া এবং ফুটপাত দখলসহ বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরে বক্তব্য রাখেন। এছাড়া গত বৃহস্পতিবার রতে বাবুরহাট এলাকা থেকে ডিবি পুলিশ চার মাদক ব্যবসায়ীকে আটক করলেও মাদকের মূলহোতা বিপ্লব মালকে ছেড়ে দেয়ার বিষয়টি সাংবাদিকরা পুলিশ সুপারের নজরে আনেন।
    এসব বিষয়ে পুলিশ সুপার বলেন, আগামী একসপ্তাহের মধ্যে এসব অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সকল থানায় বলবো ওসিরা যেনো ট্রাক্টর ও ব্রিকফিল্ড মালিকদের সাথে বসে। এ বিষয়ে আমার স্পষ্ট বক্তব্য, সড়কে কোনো ট্রাক্টর চলবে না। এসবের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। মাদক ব্যবসায়ী বিপ্লব মালকে ছেড়ে দেয়ার অভিযোগ গুরুত্বের সাথে দেখা হবে বলে পুলিশ সুপার সাংবাদিকদের জানান। এছাড়া সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মোঃ মানিক পাটওয়ারীর মৃত্যুতে তিনি গভীর শোক ও মাগফেরাত কামনা করেন। পুলিশ সুপার সবাইকে আশ^স্ত করে বলেন, ঘাতক চালককে খুব সহসাই আটক করা হবে।
    চাঁদপুর শহরের যানজট প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, আমি আগে যে জেলায় ছিলাম, সেখানে মাঝেমধ্যে আমি নিজে গাড়ি চালিয়ে দূরের যাত্রায় বের হতাম। কিন্তু চাঁদপুরে এ পর্যন্ত এক ঘন্টার জন্যও গাড়ি চালাইনি। একদিন সন্ধ্যার পর গাড়ি নিয়ে রাস্তায় নেমে অটোবাইক আর সিএনজি স্কুটারের জটে পড়ে গাড়ি আর চালাতে পারিনি। শহরের যানজট দূর করতে সহসা কার্যকর উদ্যোগ নেয়া হবে।
    মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, শাহ্ মোহাম্মদ মাকসুদুল আলম, বিএম হান্নান, শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, সোহেল রুশদী, জিএম শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক মুনির চৌধুরী, আব্দুল আউয়াল রুবেল, প্রচার সম্পাদক শাহাদাত হোসেন শান্ত, সদস্য পার্থনাথ চক্রবর্তী, এমআর ইসলাম বাবুসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।
    উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাকিলা ইয়াসমিন সূচনা, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন, পুলিশ সুপার কার্যালয়ের পরিদর্শক (অপারেশন ক্রাইম) মোঃ ওয়ালী উল্লাহ অলি, জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন, সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ হারুনুর রশিদ।
    সভার শুরুতে সদ্য রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত পুলিশ সুপার জিহাদুল কবির ও মোঃ মিজানুর রহমানকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই সাথে পুলিশ সুপারের পক্ষ থেকেও প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।