• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর শহরে চুরি ঠেকাতে মোটরসাইকেলে পুলিশের মহড়া

প্রকাশ:  ১০ জানুয়ারি ২০১৯, ০০:৪৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরে সাম্প্রতিক দিনের বেলা চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে মোটরসাইকেল চড়ে মহড়া দিয়েছে পুলিশ। গতকাল ৯ জানুয়ারি  বুধবার সকালে চাঁদপুর শহরের পাড়া-মহল্লায় এ মহড়া হয়।
    মহড়ার নেতৃত্ব দেন চাঁদপুর মডেল থানার কমিউনিটি পুলিশিং অফিসার (সিপিআই) আব্দুর রব। তিনি জানান, দিনের বেলা চুরি, ছিনতাই, মাদক, ইভটিজিং বাল্যবিবাহ ও সন্ত্রাস ও নাশকতা সৃষ্টিকারীদের সতর্ক করতে মোটরসাইকেল মহড়া দেওয়া হয়েছে। অপরাধ প্রবনতা নির্মূল করতে আজকে থেকে পুলিশের এ মহড়া। মোটরসাইকেল মহড়ায় প্রতি দিনই থাকছে। প্রতিটি মোটরসাইকেলে ২ জন করে পুলিশ অফিসার যাবেন বিভিন্ন পাড়া-মহল্লায়।
    বুধবার সকালে চাঁদপুর মডেল থানা প্রাঙ্গণ থেকে মহড়া শুরু হয়। এ মহড়া চলে চাঁদপুর পৌরসভা ১৫টি ওয়ার্ডে। মোটরসাইকেল মহড়াটি হর্ন বাজিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসহ রহমতপুর কলোনি, ব্যাংক কলোনী, প্রফেসর পাড়া, নাজির পাড়া  এলাকাসহ বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে।
    চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসিম উদ্দিন  বলেন, মহড়ার উদ্দেশ্য হচ্ছে যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে জনগণের মাঝে বার্তা পৌঁছে দেয়া, যাতে দুষ্কৃতিকারী, অপতৎপরতাকারীরা কোনো ধরনের বিশৃঙ্খলা বা অঘটন ঘটাতে না পারে।
    তিনি আরো জানান, এ ধরনের মহড়া প্রতিদিনই কোনো না কোনো এলাকায় চলবে। আমরা পুলিশ সুপারের নেতৃত্বে শহরের সকল অলি-গলিতে মানুষের নিরাপত্তা দিতে কাজ করছি।

 

সর্বাধিক পঠিত