নৌকার প্রার্থী দীপু মনিকে জয়যুক্ত করতে কোড়ালিয়ায় মিলাদ ও দোয়া
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে নৌকা মার্কার প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে সংসদ সদস্য পদে জয়যুক্ত হওয়ার জন্যে চাঁদপুর শহরের কোড়ালিয়া রোড জামে মসজিদে মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা এ মিলাদ ও দোয়ার আয়োজন করেন পালবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কেন্দ্রের সদস্য সচিব মোঃ সফর উদ্দিন মোল্লা (মাস্টার) ও মোঃ হেলাল হোসাইন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেনো আবারও প্রধানমন্ত্রীর আসনে বসতে পারেন সেজন্যে দোয়া ও তাঁর দীর্ঘায়ু কামনা করা হয়।
এ সময় চাঁদপুরে উন্নয়নের রূপকার ও নদীভাঙ্গন রোধকল্পে ভূমিকা রাখা চাঁদপুর-লাকসাম রেলপথের উন্নয়ন, চাঁদপুরবাসীর প্রাণের দাবি মেডিকেল কলেজ স্থাপনসহ চাঁদপুরের বিভিন্ন স্তরে ব্যাপক উন্নয়ন করা ও ২ বারের সাংসদ ডাঃ দীপু মনির জন্য দোয়া করা হয়। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় ৪ নেতা, বাংলা ভাষার জন্যে, দেশের জন্যে যাঁরা শহীদ হয়েছেন তাঁদের জন্যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডাঃ দীপু মনির আত্মীয়স্বজনসহ সকল মুসলমানের রূহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিলে মহান আল্লাহ্তালার দরবাবে ক্ষমা চেয়ে দোয়া করা হয়। মিলাদ ও দোয়ার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব ও পশ্চিম সকদী মাদানীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মুকবুল আহমেদ। উপস্থিত ছিলেন পালবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সফর উদ্দিন মোল্লা (মাস্টার), মোঃ হেলাল হোসাইন, প্রেসক্লাব সদস্য মোহাম্মদ শওকত আলী, মোঃ মোরশেদ আলম রোকন, ইসমাইল মোল্লা, ফুটন পাটওয়ারী, মোঃ জিলানীসহ অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান।