হাইমচর উপজেলা যুবলীগের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
ভয়াবহ বর্বরোচিত ও নৃশংস ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণায় হাইমচর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য এসএম আল মামুন (সুমন)-এর নেতৃত্ব আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
গতকাল রায় ঘোষণার পর আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এই আলোচনায় এসএম আল মামুন (সুমন) তার বক্তব্যে বলেন, ভয়াবহ পৈশাচিক, নারকীয় ও বর্বরোচিত এ গ্রেনেড হামলার বিচারের জন্য দেশবাসীর প্রতীক্ষার অবসান হয়েছে। এ রায়ের মাধ্যমে বাঙালি জাতি কলঙ্কমুক্ত হয়েছে। এ ঘৃণ্য হামলায় বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অল্পের জন্যে প্রাণে বেঁচে গেলেও আইভি রহমান ও হাইমচরের কৃতী সন্তান আব্দুল কুদ্দুছ পাটওয়ারী জীবন দিতে হয়েছে। এ রায়ের মাধ্যমে আহতরা খুশি হবে ও শহীদের আত্মা শান্তি পাবে। আরো বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান বেপারী, আহ্বায়ক কমিটির সদস্য নাসির পেদা, পারভেজ হাওলাদার, হুমায়ুন, মোঃ হানিফ, শাহজাহান, উত্তর ইউনিয়ন যুবলীগ নেতা কবির হোসেন পাটওয়ারী, যুবলীগ নেতা আব্দুস ছাত্তার, সুলতান, এমরান মাতাব্বর, শামীম, সেলীম, উপজেলা ছাত্রলীগ নেতা মহসিন মিয়া, সোহেল সরদার, আরিফ হাওলাদার, বাবু জমদ্দার, এমরান তালুকদার, জাহিদ হাসান, পারভেজ সিকদার, তানভীর পাটওয়ারী, রাকিব বেপারী, সাগর, শাকিল, সানজিদ ও এমরান হাওলাদারসহ যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ।