২০২৬ বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে পরিবেশবিনাশী টুর্নামেন্ট


জলবায়ুর জন্য সবচেয়ে ক্ষতিকারক বিশ্বকাপ হতে যাচ্ছে ২০২৬ আসর। ৯ মিলিয়ন টনের বেশি কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন হবে টুর্নামেন্ট থেকে। যা কিনা গেল চারটি বিশ্বকাপের গড় কার্বণ নিঃসরণেরও দ্বিগুন।
প্রথমবার তিন দেশে বিশ্বকাপ, প্রথমবার ৪৮ দেশের আসর। আগের চেয়ে ম্যাচ বাড়ছে ৪০টি। উত্তর আমেরিকা জুড়ে থাকবে ফুটবলার, কর্মকর্তা ও সমর্থকদের ভিড়। বাড়বে বিমান চলাচল।
ফুটবল উন্মাদনার কথা ভাবলে এসব ইতিবাচক। কিন্তু পরিবেশ দূষণের ভয়াবহ প্রভাব শুনলে আঁতকে উঠতে পারে যে কেউ। পরিবেশবিদরা বলছেন, ২০২৬ বিশ্বকাপ হবে সবচেয়ে বেশি পরিবেশ দূষণের।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো আসরে ৯ মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হবে বরে ধারণা করা হচ্ছে। যা কিনা গেল চারটি বিশ্বকাপের গড় কার্বণ নিঃসরণেরও দ্বিগুন।
এনভায়ারমেন্টাল ডিফেন্স ফান্ড ও স্পোর্টস ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ককে সঙ্গে নিয়ে গবেষণায় এমন তথ্য তুলে এনেছে সাইন্টিস্ট ফর গ্লোবাল রেসপনসিবিলিটি। এসজিআরের মতে ইংল্যান্ডে বছরজুড়ে যে পরিমাণ গাড়ি চলে, তাতে ৬ দশমিক ৫ মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। সেখানে এক মাসের বিশ্বকাপে হবে তার প্রায় দ্বিগুন।
যদিও বিশ্বকাপ স্বাগতিক হবার বিডে আয়োজকরা জানিয়েছিল টুর্নামেন্টে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে হবে ৩ দশমিক ৬ মিলিয়ন টন।
ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিফার লক্ষ্য ২০৩০ এর মধ্যে কার্বন নির্গমন ৫০ শতাংশের নিচে কমিয়ে আনা আর ২০৪০ এর মধ্যে শূণ্যতে নামিয়ে আনা।