জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে চাঁদপুর জেলা শ্রমিক লীগ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুবুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ শাহআলম মিয়া। তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচন, প্রতিটি মুহূর্তে শ্রমিক লীগকে রাস্তায় থাকতে হবে।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক দলিলুর রহমান ভূঁইয়া, প্রচার সম্পাদক মোঃ ইউসুফ মাঝি, কোষাধ্যক্ষ এমআই মমিন, সহ-প্রচার সম্পাদক দলিলুর রহমান, সহ-দপ্তর সম্পাদক আঃ রশিদ সরদার, সদস্য আঃ আলী, আনোয়ার হোসেন আনু, খলিলুর রহমান, মোঃ ঈমাম হোসেন, সোনালী ব্যাংক সিবিএ সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের সিবিএ সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম, বিআইডব্লিউটিএ সিবিএ সভাপতি মোঃ ছাত্তার, মোটরযান শ্রমিক লীগ সভাপতি মোঃ আনোয়ার হোসেন, পৌর শ্রমিক লীগ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বেপারী, পানি উন্নয়ন বোর্ড সিবিএ সভাপতি সোহরাব উদ্দিন, সিএনজি শ্রমিক ইউনিয়ন সভাপতি কাজী ফারুক, সাধারণ সম্পাদক মোঃ সফিক গাজী, নৌ বন্দর শ্রমিক লীগ সভাপতি আবুল কালাম, ১৫০ মেঘাওয়াট বিদ্যুৎ কেন্দ্র শ্রমিক লীগ সভাপতি মোঃ নোয়াব আলী, সিবিএ সহ-সভাপতি মোঃ বাবুল মিয়া তপাদার, ৫নং ওয়ার্ড শ্রমিক লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মালেক মিয়াজী, শ্রমিক লীগ কার্যকরী সদস্য মোঃ মাসুদ ভূঁইয়া, রেলওয়ে শ্রমিক লীগ নেতা মোঃ জুয়েল, রিকসা শ্রমিক লীগ নেতা মোঃ রুহুল আমীন খাঁন।
১২ অক্টোবর সকাল ১০টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ, দোয়া ও কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে।