ডাঃ দীপু মনি এমপি ২ দিনের সফরে চাঁদপুর আসছেন
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি ২ দিনের সফরে আজ ১০ অক্টোবর চাঁদপুর আসছেন। এ সফরটি মূলত ডাঃ দীপু মনি এমপি তাঁর নিজ নির্বাচনী এলাকা চাঁদপুর-৩ অর্থাৎ চাঁদপুর সদর ও হাইমচরের সাধারণ জনগণ ও দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময়ের জন্যে।
ডাঃ দীপু মনি এমপি আজ সকাল ৭টা ২০ মিনিটে নদীপথে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন। উক্ত সফরে অর্থাৎ ১০ অক্টোবর বুধবার ও ১১ অক্টোবর বৃহস্পতিবার একই সময় সকাল ১১টায় তাঁর নিজ বাসভবন জেএম সেনগুপ্ত রোড কদলতলাস্থ বাসায় চাঁদপুর-৩ আসনের সাধারণ জনগণ ও দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করবেন। সফরশেষে ১২ অক্টোবর শুক্রবার সকাল ৭টা ২০ মিনিটে নদীপথে তিনি ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।