হাইমচরে ডাঃ দীপু মনি এমপির প্রচেষ্টায় ঘর ও জমি পাবে ৩শ’ ৭৫ পরিবার
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনির প্রচেষ্টায় হাইমচরে ঘর ও জমি পাবে ৩শ’ ৭৫টি পরিবার। উপজেলার নীলকমল, গাজীপুর ও হাইমচর ইউনিয়নে নদীভাঙ্গন কবলিত গৃহহীন মানুষের জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প ‘গুচ্ছগ্রাম ও আশ্রয়ন’ প্রকল্পে গৃহ নির্মাণের কাজ চলমান রয়েছে।
হাইমচরের মধ্যচরে তিনটি ইউনিয়নে নদী ভাঙ্গন কবলিত মানুষদের পুনর্বাসনের জন্যে স্থানীয় সংসদ সদস্য ডাঃ দীপু মনির প্রচেষ্টায় গুচ্ছগ্রাম ও আশ্রয়ন প্রকল্প নির্মাণ কাজ চলছে। গতকাল সোমবার এ গৃহ নির্মাণের কাজ পরিদর্শন করেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার সমর কান্তি বসাক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিনুর রশিদ, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ খুরশিদ আলম প্রমুখ। ইউএনও বলেন, আগামী (নভেম্বর) মাসের প্রথমে নীলকমল ইউনিয়নে ২শ’ ১৫ পরিবার, গাজীপুরে ১শ’ পরিবার ও হাইমচর ইউনিয়নে ৬০টি পরিবারসহ মোট ৩শ’ ৭৫টি পরিবারের মাঝে ঘর ও জমি বরাদ্দ দেয়া হবে।
নীলকমল ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন সরদার জানান, ডাঃ দীপু মনি এমপির প্রচেষ্টায় নীলকমল ইউনিয়নের অসহায় মানুষ ঘর ও জমি পাচ্ছে।