ইলিয়াস কাঞ্চনকে নিয়ে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে সভা
পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সমাবেশে ‘নিরাপদ সড়ক চাই’-নিসচার প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনকে বিভিন্ন টার্মিনালে অবাঞ্ছিত ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নিসচা চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
গতকাল ৮ অক্টোবর সোমবার সন্ধ্যায় চাঁদপুর জেলা শাখার কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের আন্দোলন কোনো মালিক-শ্রমিকের বিরুদ্ধে নয়, বরং দেশের প্রতিটি মানুষের পক্ষেই তার এ আন্দোলন। তিনি দীর্ঘ ২৫ বছর ধরে সড়ককে দুর্ঘটনামুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইলিয়াস কাঞ্চনের সাথে একাত্মতা পোষণ করে সারাদেশে নিসচার প্রায় ১২০টি শাখা সংগঠন ও বিদেশে প্রায় ৫টি শাখা সংগঠনের নেতৃবৃন্দ একযোগে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।
বক্তারা আরো বলেন, ইতোমধ্যে ইলিয়াস কাঞ্চনের দাবির যৌক্তিকতা অনুধাবন করে বর্তমান সরকার ২২ অক্টোবরকে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ হিসেবে ঘোষণা করেছে। শুধু তা-ই নয়, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক দুর্ঘটনারোধ করার লক্ষ্যে ১৭টি নির্দেশনাও দিয়েছেন। নিসচা সেই ১৭টি নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল। তাই আমরাও ১৭টি নির্দেশনা বাস্তবায়নসহ সড়ক দুর্ঘটনা রোধকল্পে ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
নেতৃবৃন্দ আরো বলেন, মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে রাজধানীর ফুলবাড়িয়ার সভায় উল্লেখ করা হয়েছে, ১৯৯৩ সালে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন নিজ গাড়িতে দুর্ঘটনাকবলিত হয়ে মারা যান বলে যে কথা হয়, সেটি স¤পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। সত্য হলো এই যে, ওইদিন জাহানারা কাঞ্চন ভাড়া করা একটি গাড়িতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।
তাই চাঁদপুরের নিরাপদ সড়ক চাই-এর নেতৃবৃন্দ ভবিষ্যতে এসব মিথ্যা ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান এবং অনতিবিলম্বে ইলিয়াস কাঞ্চনকে অবাঞ্ছিত ঘোষণার বক্তব্য প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন।
নিসচা চাঁদপুর জেলা শাখার সভাপতি এমএ লতিফের সভাপ্রধানে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নিসচার সহ-সভাপতি প্রভাষক রুমা সরকার, মাওলানা মোঃ আবদুর রহমান গাজী, নাছির আহমেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দীন রাসেল, সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, মোঃ আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মুসাদ্দেক আল আকিব, দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান লিটন, কোষাধ্যক্ষ সুজয় চৌধুরী লিটন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা নাহিদা সুলতানা সেতু, মহিলা সম্পাদিকা মাহমুদা খানম প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের অন্য সদস্যরা।