• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরজমিন হাসপাতালে প্রায় অর্ধ শতাধিক গরিব রোগীর ফ্রি চিকিৎসা সেবা

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০১৮, ০৮:২৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গত রোববার চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে প্রায় অর্ধ শতাধিক গরিব রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলেন ডাঃ ফয়সাল মাহমুদ পিয়াস। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। তিনি মেডিসিন, স্ত্রীরোগ, শিশু, ডায়াবেটিস ও হরমোন রোগে অভিজ্ঞ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জাতীয় দৈনিক অনুপমা পত্রিকার সম্পাদক, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, চাঁদপুর জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদ ও ঢাকাস্থ চাঁদপুর সদর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক এবং চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোঃ রোকনুজ্জামান রোকন। তিনি জানান, চাঁদপুরজমিন হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন রোগে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকগণ কর্তৃক হাজার হাজার অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়েছেন। এই ধরনের চিকিৎসা সেবা হাসপাতালের পক্ষ থেকে চলমান রয়েছে এবং আগামীতেও থাকবে।
    উল্লেখ্য, ডাঃ ফয়সাল মাহমুদ পিয়াস বৃহস্পতিবার ১১ অক্টোবর দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত (পুরানো রোগী) ও দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অ্যাজমা, গ্যাস্ট্রোলিভার, কিডনী ও  ডায়াবেটিস রোগী দেখবেন। এছাড়া তিনি পরের দিন শুক্রবার ১২ অক্টোবর সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত হৃদরোগ, চর্ম ও যৌন এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্ত্রীরোগ, শিশু ও হরমোন রোগী দেখবেন। সিরিয়াল দেয়ার জন্য যোগাযোগ : ০১৫৩৪-৭৮৮৮৩০, ০১৬৭৪-৪২৩০৮৪, ০১৭১২-৩৯৭৫০০।

সর্বাধিক পঠিত