সড়ক দুর্ঘটনায় আহত ট্রাক ড্রাইভারের চিকিৎসায় অনুদান
সড়ক দুর্ঘটনার গুরুতর আহত ট্রাক ড্রাইভার ইব্রাহীমের চিকিৎসার জন্যে চাঁদপুর জেলা ট্রাক, মিনি ট্রাক ও ট্যাংক লরি সংগঠনের (রেজিনং-২১০১) উদ্যোগে আর্থিক অনুদান দেয়া হয়েছে। গত রোববার বিকেলে এ সংগঠনের অধীন ফরিদগঞ্জ শাখা অফিসে ট্রাক ড্রাইভার ইব্রাহীমের বাবা রশিদ হাওলাদারের হাতে এ আর্থিক অনুদান তুলে দেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ফরিদগঞ্জ শাখার সভাপতি শহীদ বেপারী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, কার্যনির্বাহী সদস্য তৈয়ব আলী, সাংগঠনিক সম্পাদক মহসিন, দপ্তর সম্পাদক আকবর হোসেন, সদস্য ওসমান, রুবেল প্রমুখ।
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর ঢাকার গাজীপুরের চন্দনা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ট্রাক ড্রাইভার ইব্রাহীম গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।