• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চরাঞ্চলের অধিবাসীদের জন্যে শেখ হাসিনার উপহার নৌ অ্যাম্বুলেন্স

প্রকাশ:  ০৮ অক্টোবর ২০১৮, ২১:২৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার চারাঞ্চলের অধিবাসীদের জন্যে একটি নৌ অ্যাম্বুলেন্স উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  আজ সোমবার চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনির কাছে এটি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চাঁদপুর সদরের রাজরাজেশ্বর ও ইব্রাহীমপুর এ দুটি ইউনিয়ন এবং হাইমচর উপজেলার হাইমচর, নীলকমল ও গাজীপুর ইউনিয়ন নদীর ওপার। এই পাচটি ইউনিয়নের জনগণকে পদ্মা নদী পাড়ি দিয়ে স্বাস্থ্য সেবা নিতে জেলা সদরে আসতে হয়।
চিকিৎসা সেবায় নৌকাই তাদের একমাত্র ভরসা। অনেক সময় নৌযান না পাওয়ার কারণে পড়তে অনেক ভোগান্তিতে। মুমূর্ষ রোগী আনাতে বিলম্ব হওয়ায় মারাও যায়। তাই নৌ অ্যাম্বুলেন্স চরাঞ্চলের অধিবাসীদের দীর্ঘদিনের দাবি। তারই প্রেক্ষিতে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী চরাঞ্চলের অধিবাসীদের নৌ অ্যাম্বুলেন্স উপহার  দেন। আর নৌ অ্যাম্বুলের কথা শুনে আনন্দিত চরাঞ্চলবাসী।
তারা বলছেন অবশ্যই এটি একটি ভালো উদ্যোগ। এই উদ্যোগের জন্য চাঁদপুর-৩ আসনের এমপি ডাঃ দীপু মনি ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
 
এ বিষয়ে ইব্রাহীমপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কাসেম খান বলেন, নিশ্চয় এটি চরাঞ্চলবাসীর জন্য অনেক বড় উপহার। এর জন্য প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই। ইব্রাহীমপুর ইউনিয়ন থেকে ২ থেকে ৩ ঘন্টা লাগে। অনেক সময় নৌযান না পাওয়ার কারণে পথে দূর্ঘটনা ঘটে। এখন এর মাধ্যমে এলাকার জনগন অনেক উপকৃত হবে বলে আমরা বিশ্বাস করি।
তার কথা সঙ্গে তাল মিলিয়ে নীলকমল ইউনিয়ন পরিষোধের চেয়ারম্যান সালাউদ্দিন বলেন, এটি অবশ্যই ভালো উদ্যোগ। জাতীর পিতা বঙ্গবুন্ধু শেখ মুজিবুর রহমান একটি সুখী বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। তার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন তার কন্যা শেখ হাসিনা। এই ভালো উদ্যৌগের জন্য নীলকমল ইউনিয়নবাসীর পক্ষ থেকে সংসদ সদস্য ডা: দীপু মনি ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
 
এ বিষয়ে চাঁদুপর সিভিল সার্জন ডা: মো. সাইদুজ্জামান বলেন, এটি ইতোমধ্যে আমরা হাতে পেয়েছি। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্যের সঙ্গে আলাপ করে একটি কর্মপরিকল্পনা ঠিক করবো। সেই আলোকে জনসাধারণের ব্যবহারের জন্য এটি চালু করা হবে।

সর্বাধিক পঠিত