জেলা পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে পৌর মেয়রের মতবিনিময়
হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুুর্গাপূজা এটি সার্বজনীন পূজা
চাঁদপুর জেলা পূজা উদ্যাপন পরিষদ ও সদর থানা পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ। আজ সোমবার সকাল ১১টায় চাঁদপুর পৌরসভার তার নিজস্ব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি বলেন, শারদীয় দুুর্গাপূজা হিন্দু সম্পদ্রায়ের বৃহৎ ধর্মীয় উৎসব। এটি শরৎকালে অনুষ্ঠিত হয়ে থাকে। হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুুর্গাপুজা এটি এখন সার্বজনীন পূজা হিসেবে রূপ নিয়েছে। এই পূজার সকল ধর্মের মানুষ আনন্দে মেতে উঠে। চাঁদপুর শহর হলো অসাম্প্রদায়িক শহর। এখানে নেই কোন ধর্ম নিয়ে মতবিরোধ। যার যার ধর্ম সে সে আনন্দের সাথে পালন করছে। শারদীয় দুুর্গা পূজার বিজয়া দশমীতে চাঁদপুর শহরের মুখার্জী ঘাট দিয়ে ডাকাতিয়া নদীতে বিগত বছরের মত এবছরও প্রতিমা বিসর্জনের জন্য চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে আলোকসজ্জার ব্যবস্থা করা হবে। তাছাড়া যেসব সড়কের দুরাবস্থা তা সংস্কার করা হবে। মুখার্জী ঘাটে নৌ ফায়ার সার্ভিসের একটি খাম রাখা হয়েছে। তা সরিয়ে নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। চাঁদপুরে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দুুর্গা পূজা উদ্যাপন করা হবে।
আমরা ভালোভাবে পূজা শুরু ও শেষ করব। পৌর এলাকার প্রত্যেকটি পূজা মন্ডপে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। এই বছর চাঁদপুর পৌরসভা থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও নতুন বাজার পুরাণবাজার ব্রিজের উপর শারদীয় শুভেচ্ছার তোড়ন নির্মাণ করা হবে। পূজা উপলক্ষে শহরের রাস্তা-ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হবে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশ স্বাধীন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান চেয়েছিলেন একটি অসম্প্রাদায়িক রাষ্ট্র। কিন্তু তাকে হত্যার মাধ্যমে কুচক্রি মহল এদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র করতে চেয়েছিল। কিন্তু তা সম্ভব হয়নি। চাঁদপুর হলো অসাম্প্রদায়িক শহর। এখানে সবাই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। এ বছর আমি জেলার প্রতিটি উপজেলায় পূজা ম-প পরিদর্শন করব। জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে এটি আমার কর্তব্য।
এ সময় বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া, প্রশাসনিক কর্মকর্তা মফিজুল ইসলাম হাওলাদার, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমাল ঘোষ, সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র সাহা, সদর থানা পূজা পরিষদের সভাপতি সুশীল কুমার সাহা, সাধারণ সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধর, মেথা রোড পূজা পরিষদের সভাপতি রূপালী চম্পক। এ সময় আরও উপস্থিত ছিলেন, শ্যাম সুন্দর মন্ডল, নির্মল পাল, কার্তিক সরকারসহ বিভিণœ পূজা মন্ডপের নেতৃবৃন্দ।