• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরে উন্নয়ন মেলাা সমাপনী ও পুরস্কার বিতরণ

বর্তমান সরকারের উন্নয়ন গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়েছে : উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ

প্রকাশ:  ০৮ অক্টোবর ২০১৮, ১৯:১০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 গত শনিবার বিকেলে মতলব উত্তর উপজেলা কমপ্লেক্সের বটতলায় উন্নয়ন মেলার সমাপনী দিনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপ্রধানে এবং উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সালাউদ্দিন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির মতলব উত্তর জোনাল অফিসের ডিজিএম নূরুল আলম ভূঁইয়া ও মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) মোর্শেদুল আলম।
    ৩ দিনব্যাপী এ উন্নয়ন মেলায় অর্ধশত স্টল ছিলো। সমাপনী অনুষ্ঠানে স্টলগুলোর মধ্যে দুই ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়। বিভিন্ন বিভাগের মধ্যে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি মতলব উত্তর জোনাল অফিস ১ম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ২য় এবং উপজেলা স্বাস্থ্য বিভাগ ৩য় স্থান অধিকার করে। অন্যদিকে ষাটনল ইউনিয়ন পরিষদ ১ম, ছেংগারচর পৌরসভা ২য় এবং কলাকান্দা ইউনিয়ন পরিষদ ৩য় স্থান লাভ করে।
    সভায় প্রধান অতিথি মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই বাংলার উন্নয়ন হয়, একথা এখন এদেশের সাধারণ জনগণ খুব ভালো করেই জানে। বর্তমান সরকার শুধু শহর কেন্দ্রিক নয়, উন্নয়নের ছোঁয়া গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে দিয়েছে। সে উন্নয়নটা যথাযথভাবে বাস্তবায়নের জন্যে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের মাধ্যমে বাস্তবায়ন করছে। সরকারের এ উন্নয়ন কর্মকা- জনগণের সামনে তুলে ধরার জন্যই এ উন্নয়ন মেলা। তবে সরকার মনে করে সকলের সহযোগিতাতেই আজকের এ উন্নয়ন। আলোচনা ও পুরস্কার বিতরণী শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
   

সর্বাধিক পঠিত