• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলার রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুখস্থ করে নয়, মেধাকে কাজে লাগিয়ে রচনা লিখতে হয় এতে সৃজনশীলতা প্রকাশ পায় : ইউএনও এএইচএম মাহফুজুর রহমান

প্রকাশ:  ০৮ অক্টোবর ২০১৮, ১৯:০৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলার আয়োজনে ‘নিজ গ্রাম’ নিয়ে রচনা প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এএইচএম মাহফুজুর রহমান। তিনি বলেন, মুখস্থ করে নয়, নিজ মেধাকে কাজে লাগিয়ে রচনা লিখতে হয়, এতে সৃজনশীলতা প্রকাশ পায়। আমি যখন বিদেশে গিয়েছিলাম পড়তে, ঠিক তখন আমাদের পরীক্ষার বদৌলতে রচনা লিখতে দেয়া হতো। বিভিন্ন বই পড়ে সেসব লেখা আমাদের লিখতে হতো। তাই বই পড়ার বিকল্প নেই। আমরা যখন ছোট বেলায় পরীক্ষা দিতাম তখন সুন্দর সুন্দর কোটেশন লিখতাম রচনায়, কখনো মুখস্থ করে রচনা লিখিনি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, তোমরা রচনা লিখবে নিজ থেকে। বইয়ের রচনা হুবহু মুখস্থ না করে নিজেদের মেধা খাটিয়ে রচনা লিখা শিখতে হবে। এতে করে তোমরা যখন বড় ক্লাসে উঠবে, তোমাদের আর রচনা লিখতে সমস্যা হবে না। তিনি কচি-কাঁচার মেলা সম্পর্কে বলেন, ১৯৫৫ সালের ২ এপ্রিল দৈনিক ইত্তেফাকের মাধ্যমে কচি-কাঁচার আসর প্রকাশ শুরু হলে জনাব রোকনুজ্জামান খান পরিচালক হিসেবে ‘দাদা ভাই’ ছদ্ম নামটি ব্যবহার করেন। সে থেকেই দাদা ভাই নামটি শিশু-কিশোরদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। তিনি আরো বলেন, আমারও এসব সংগঠনে সাহায্য করতে এবং এদের পাশে দাঁড়িয়ে কাজ করতে মন চায়। বিভিন্ন  কারণে সেটা হয়ে ওঠে না। তবে তিনি সংগঠনটির উদ্যোগের প্রশংসা করে বলেন, ভবিষ্যতে কোনো প্রকার সাহায্য-সহযোগিতা লাগলে আমি সাধ্যমতো তা করতে চেষ্টা করবো।
    নবীন কচি-কাঁচার মেলার যুগ্ম-পরিচালক মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও মেলার সংগঠক প্রবীর চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার ডলি, নবীন কচি-কাঁচার মেলার যুগ্ম-সংগঠক নূরুন্নবী নোমান, যুগ্ম-সংগঠক লিটন কুমার দাস, কোষাধ্যক্ষ নারায়ণ রবিদাস, রচনা উপ-কমিটির আহ্বায়ক নূরুল ইসলাম ফরহাদ, সদস্য জাকির হোসেন সৈকত, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্য রিফাত কান্তি সেন, ফরিদগঞ্জ লেখক ফোরামের সভাপতি হোসেন মিলন প্রমুখ। পরে ‘নিজ গ্রাম’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীদের সনদ ও নগদ ১০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে সনদ ও ৭ হাজার টাকা, তৃতীয় স্থান অর্জনকারীকে সনদ ও ৫ হাজার টাকা পুরস্কার এবং ১৩জনকে বিশেষ পুরস্কার হিসেবে সনদ ও দুই হাজার টাকা করে পুরস্কারের অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।