সভাপতি রাকিব সাধারণ সম্পাদক জিসান
কচুয়া প্রেসক্লাবের কমিটি গঠন
কচুয়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে কচুয়া পৌর বাজারস্থ রেদোয়ান চাইনিজ রেস্টুরেন্টে সকল সদস্যের উপস্থিতিতে ঐকমত্যের ভিত্তিতে (২০১৮-২০২০) ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি করা হয়। এতে মোঃ রাকিবুল হাসান (দৈনিক ভোরের কাগজ ও দৈনিক চাঁদপুর কণ্ঠ)কে সভাপতি, জিসান আহমেদ নান্নু (দৈনিক যুগান্তর ও দৈনিক চাঁদপুর বার্তা)কে সাধারণ সম্পাদক ও সুজন পোদ্দার (দৈনিক তৃতীয়মাত্রা ও দৈনিক চাঁদপুর প্রবাহ)কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
এ উপলক্ষে কমিটির সাধারণ সভায় কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তোষ পোদ্দারের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক মানিক ভৌমিকের পরিচালনায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবুল হোসেন, আজীবন সদস্য আকতার হোসেন সোহেল ভূঁইয়া, সফিকুল ইসলাম পাঠান স্বপন, সমাজসেবক কবির হোসেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণধন দেব প্রমুখ।
কমিটির অন্যরা হলেন : সিনিয়র সহ-সভাপতি মোঃ আতাউল করিম (দৈনিক বাংলাদেশের খবর ও দৈনিক ইল্শেপাড়); সহ-সভাপতি মানিক ভৌমিক (দৈনিক চাঁদপুর প্রতিদিন), মফিজুল ইসলাম বাবুল (দৈনিক বজ্রশক্তি ও দৈনিক চাঁদপুর দর্পণ) ও আফাজউদ্দিন মানিক (দৈনিক জনতা); যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন (দৈনিক চাঁদপুর কণ্ঠ) ও মোঃ আমির হোসেন (দৈনিক ইল্শেপাড়); সহ-সাংগঠনিক ইউনুছ (দৈনিক আলোকিত চাঁদপুর); দপ্তর সম্পাদক আবু সাঈদ (দৈনিক আজকালের খবর); কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ (কচুয়া কণ্ঠ); প্রচার সম্পাদক মহসিন হোসাইন (দৈনিক ডাকপ্রতিদিন ও পাঠক সংবাদ); ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শান্তধর (দৈনিক যায়যায়দিন ও দৈনিক সুদীপ্ত চাঁদপুর); তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফয়সাল আলম প্রধান (দৈনিক ঢাকা প্রতিদিন)।
কার্যনির্বাহী সদস্যরা হচ্ছেন আবুল হোসেন (দৈনিক ইত্তেফাক), প্রিয়তোষ পোদ্দার (চাঁদপুর দর্পণ), মোঃ সফিকুল ইসলাম মোল্লা (দৈনিক সংবাদ ও দৈনিক রূপসী বাংলা), সন্তোষ চন্দ্র সেন (দৈনিক চাঁদপুর সংবাদ) ও মোঃ হাবীব উল্যাহ হাবিব (পাক্ষিক কচুয়া কণ্ঠ); সাধারণ সদস্যরা হচ্ছেন মনির হোসেন মুন্সী (দৈনিক চাঁদপুর প্রবাহ), সৈয়দ আব্দুল জব্বার বাহার (সাপ্তাহিক অপরাধ কণ্ঠ), কাদের পলাশ (চ্যানেল একাত্তর), শ্যামল কান্তি ধর (দৈনিক আজকের জীবন), মানিক সরকার (দৈনিক চাঁদপুর বার্তা), নুরুন্নবী পাঠান (প্রবাসী কণ্ঠ)।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন আফাজউদ্দিন মানিক ও গীতা পাঠ করেন মানিক সরকার। দ্বিতীয় অধিবেশনে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হয় এবং দুপুরে রেদোয়ান চাইনিজ রেস্টুরেন্টে অতিথিবৃন্দ ও সদস্যদের জন্যে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।