সাংবাদিক সালামের পিতা মুক্তিযোদ্ধা মোঃ হারুনুর রশিদ মিজির ইন্তেকাল
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস)-এর চাঁদপুর প্রতিনিধি, দৈনিক চাঁদপুর প্রবাহের বিশেষ প্রতিনিধি ও চাঁদপুর প্রেসক্লাবের সদস্য আবদুস সালাম আজাদ জুয়েলের পিতা বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা মোঃ হারুনুর রশিদ মিজি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে......... রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
তিনি গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় চাঁদপুর শহরের বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দির্ঘদিন যাবৎ লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। মুক্তিযোদ্ধা মোঃ হারুনুর রশিদ মিজি ১৯৫৩ সালের ২ মে ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুর (সাবেক দেবিপুর) গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। তার পিতার নাম মৃত জয়নাল আবেদিন মিজি, মাতা মৃত রন্জন বানু। তিনি ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। এরপর স্বাধীনতা যুদ্ধে মুজিব বাহিনীর হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৮১ সাল থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত হন এবং ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন পদে থেকে দলকে নেতৃত্ব দেন। তিনি ১৯৯১ থেকে ২০০০ সাল পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলা বিআরডিবির পরিচালক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ৩ কন্যা, ৪ নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে যান।
মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার বাদ আছর ফরিদগঞ্জ উপজেলার নিজ গ্রাম ইসলামপুরের বাড়িতে অনুষ্ঠিত হয় এবং পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, জাতীয় প্রেসক্লাব সভাতি মুহম্মদ শফিকুর রহমান, চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ হারুন অর রশিদ সাগর, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক মির্জা জাকির, জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, চাঁদপুর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একে আজাদ, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচএম হারুনুর রশিদসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।