• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

এক সময়ের রাস্তাঘাটবিহীন অনুন্নত হাইমচর এখন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে

প্রকাশ:  ১৭ ডিসেম্বর ২০১৭, ১০:৪৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাইমচর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানসহ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য ডাঃ দীপু মনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। সরকারের উন্নয়ন কাজ ও সেবা জনগণের দোরগোড়ায় পেঁৗছে দিতে প্রশাসনের সকল কর্মকর্তাকে আন্তরিকভাবে কাজ করতে হবে। ২০০৮ সালে অবহেলিত হাইমচরবাসী ভোট দিয়ে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করার পর তাদের প্রধানতম দাবি নদী ভাঙ্গন প্রতিরোধ, জেলা সদরের সাথে সড়ক যোগাযোগ, হাইমচর কলেজ সরকারিকরণসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। এখন আর হাইমচর উপজেলা অবহেলিত নয়। এক সময়ের রাস্তাঘাটবিহীন অনুন্নত হাইমচর এখন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। নদী ভাঙ্গন রোধ করার ফলে মানুষজনের জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে। পাকা সড়ক তৈরির পাশাপাশি দালান-কোঠাসহ টাইলস্ করা নতুন নতুন ঘর-বাড়ি নির্মাণ হচ্ছে। এক হাজার টাকার জমি একলাখ টাকা মূল্য হয়েছে। জমির মূল্য বৃদ্ধিতে কিছু মানুষ জমি বিক্রি করে অস্বীকার-বেঈমানি করলেও সর্বোচ্চ সংখ্যক মানুষ সুবিধা পেয়েছে। উপজেলা প্রশাসন কমপ্লেঙ্ েআধুনিক ভবন হয়েছে। এখন আর থাকা ও যোগাযোগ অজুহাতে কর্মস্থলে অনুপস্থিত থাকা যাবে না। গ্রামীণ মানুষের আর্থসামাজিক উন্নয়নে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গুত্ব ভাতা ও মাতৃত্বকালীন ভাতাসহ জনগণের জন্যে সরকারের নেয়া সেবামূলক কার্যক্রম বাস্তবায়নে প্রত্যেক দপ্তর প্রধানগণ কর্মস্থলে অধিকতর আন্তরিকতার সাথে কাজ করবেন বলে আমি প্রত্যাশা করছি।

গতকাল ১৫ ডিসেম্বর শুক্রবার সকাল ১১টায় হাইমচর উপজেলা পরিষদ কমপ্লেঙ্রে সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপজেলার বিভাগীয় কর্মকর্তাদের সাথে উন্নয়ন কার্যক্রম নিয়ে বক্তব্যে ডাঃ দীপু মনি এমপি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নূর হোসেন পাটওয়ারী।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, হাইমচর থানার অফিসার ইনচার্জ রনোজিত রায়, পরিদর্শক (তদন্ত) মোঃ আলমগীর হোসেন, জেলা আওয়ামী লীগ সদস্য ও হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতালেব জমাদার, জেলা আওয়ামী লীগ সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, যুব ও ক্রীড়া সম্পাদক মাসুদ আলম মিল্টন, সদস্য আইয়ুব আলী বেপারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার সেফালি, ভাইস চেয়ারম্যান এসএম কবিরসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সভায় বিভিন্ন বিষয়ে বিভাগীয় বক্তব্য তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ বেলায়েত হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, উপজেলা প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

মতবিনিময় সভা শেষে উপজেলায় জেলে পুনর্বাসন কর্মসূচির আওতায় ৮০জন জেলের মাঝে সেলাই মেশিন, জাল, সমাজসেবা অধিদপ্তরের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৭ পরিবারের মাঝে পরিবার প্রতি ১০ হাজার টাকার চেক হস্তান্তর, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মাধ্যমে ৬ প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন।

সূত্রঃ চাঁদপুর কন্ঠ

সর্বাধিক পঠিত