• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নতুন প্রজন্মের সাথে মুক্তিযোদ্ধাদের সেতুবন্ধন চাঁদপুরের মুক্তিযুদ্ধের বিজয় মেলা

প্রকাশ:  ১৪ ডিসেম্বর ২০১৭, ১৬:২১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মুক্তিযুদ্ধের বিজয় মেলার ৬ষ্ঠ দিনে মুুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে চাঁদপুর জেলা পুলিশ। ১৩ ডিসেম্বর বুধবার রাতে বিজয় মেলার মঞ্চে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান বিপিএম, পিপিএম। তিনি তাঁর বক্তব্যে বলেন, নতুন প্রজন্মের সাথে মুক্তিযোদ্ধাদের সেতুবন্ধন মুক্তিযুদ্ধের বিজয় মেলা। এ মেলার মাধ্যমে তারা মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারবে। যারা বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষ করে, তাঁর নাম নিতে লজ্জা পায়, সেই কুলাঙ্গারদের ধিক্কার জানাই।

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে তিনি বলেন, মুজিব বাইয়া যাও রে গানটি আমাকে সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করে। দেশকে স্বাধীন করার জন্যে একজন কিশোর মুক্তিযোদ্ধা হিসেবে ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়েছি। আমার পরিবারে মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল বেশি। যে কারণে আমার সবচেয়ে ছোট মামাকে রাজাকার-আলবদর বাহিনী নির্মমভাবে হত্যা করে। আমি সেই শহীদ পরিবারের সন্তান। ইতিহাসের চাকা টেনে ধরা যায় না। ইতিহাস নিজের গতিতেই চলবে। আসুন আমরা সবাই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল ও বিজয় মেলার স্টিয়ারিং কমিটির সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ।

সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অজয় ভৌমিকের যৌথ পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা ক্যাবের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন কানাই চক্রবর্তী, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী ও স্কোয়াড্রন লিডার কাজী মাহফুজুল ইসলাম।

বিজয় মেলার স্টিয়ারিং কমিটির সাধারণ সম্পাদক অ্যাডঃ বদিউজ্জামান কিরণ, চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মহসীন পাঠান, মহাসচিব হারুন আল রশীদ, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডাঃ মোঃ একিউ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আফজাল হোসেন, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়ালী উল্লাহ ওলি, সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক তপন সরকার, মাঠ ও মঞ্চ পরিষদের আহ্বায়ক ইয়াহিয়া কিরণ, যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ আমির উদ্দীন ভঁূইয়া মন্টুসহ অন্য কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভাশেষে অতিথিদের স্মৃতিচারণের উপর কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সুত্রঃ চাঁদপুর কন্ঠ

সর্বাধিক পঠিত