• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ওনারা নিজেদের সৈয়দ বংশের লোক ভাবেন

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০১৭, ০১:১৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও এইচডিআরসি বিভাগের চিফ অ্যাডভাইজার ড. আবুল বারকাত পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকুরেদের উদ্দেশ করে বলেছেন, ওনারা নিজেদের সৈয়দ বংশের লোক ভাবেন। সে কারণে সৌদি আরবে যে সব বাঙালি পরিশ্রম করে এদেশে রেমিটেন্স পাঠান তারা সেখানে মারা গেলে তাদের লাশ এদেশে আনতে এক মাস থেকে এক বছর পর্যন্ত সময় লাগে।

তিনি দেশের দ্বিপক্ষীয় চুক্তিগুলোর সঠিক বাস্তবায়ন না হওয়ার কারণে এ ধরনের জটিলতা রয়ে গেছে বলে উল্লেখ করেন। বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘অভিবাসন এবং উন্নয়ন; জাতীয় কৌশল ও কর্মপরিকল্পনা এবং পরীবিক্ষণ ও মূল্যায়ন কাঠামো প্রণয়ন’ বিষয়ক বিভাগীয় পরামর্শ সভায় এ কথা বলেন অনুষ্ঠানের প্রধান আলোচক আবুল বারকাত। হিউম্যান ডেভেলপমেন্ট রিচার্স সেন্টারের উদ্যোগে পরামর্শক সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার গোলাম মোস্তফা। 

ড. আবুল বারকাত আরও বলেন, বৈদেশিক অভিবাসনের গতি বিগত চার দশকে অনেক বৃদ্ধি পেয়েছে। ১৯৭৬ সালে ৬ হাজার ১০০ জন থেকে শুরু করে ২০১৬ সালে প্রায় ১ কোটি হয়েছে। 

তিনি বলেন, এদেশের বাঙালিরা পৃথিবীর ১৯০টি দেশে বসবাস করছেন। ২০১৬ সালে ৯৩ শতাংশ রেমিটেন্স এসেছে ১০টি দেশ থেকে। আর ৬০ শতাংশ রেমিটেন্স এসেছে ওমান, কাতার ও সৌদি আরব থেকে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে অভিবাসন চ্যানেল এবং দক্ষতা উন্নয়ন বিশেষজ্ঞ শেখ আলি আহমেদ ও আসমা চৌধুরী, বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বাধিক পঠিত