• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর উইমেন চেম্বারের 'নারী উদ্যোক্তা উন্নয়নে ব্যাংকিং সেবা' শীর্ষক সেমিনার

প্রকাশ:  ১৪ আগস্ট ২০২৫, ১১:৩৭ | আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১২:২২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর উইমেন চেম্বারের আয়োজনে 'নারী উদ্যোগক্তা উন্নয়নে ব্যাংকিং সেবা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট ২০২৫) সকালে চাঁদপুর শহরের ওয়াই ডাব্লিউ সিএ-এর হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মকবুল হোসেন। চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টিজের প্রতিষ্ঠাতা ও সভাপতি মনিরা আক্তারের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (চট্টগ্রাম অফিস) আরিফুজ্জামান, সোনালী ব্যাংকের ডিজিএম সঞ্জয় কুমার রায়, ব্যাংকার্স ক্লাবস সাধারণ সম্পাদক কাজী কাউছার আহমেদ, পূবালী ব্যাংকের ব্যবস্থাপক বিউটি দাশ, চাঁদপুর ওয়ান ব্যাংকের পরিচালক মহসীন খান,  ব্রাক ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ বেলাল হোসাইন, ব্যাংকার্স ক্লাবের সদস্য ইউসুফ আলী খান এবং ব্যাবসায়ী ও সমাজকর্মী ফয়সাল আহমেদ বাহার।
চেম্বারের পরিচালক ফেরদৌসী বেগমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি পাপড়ি বর্মণ, পরিচালক আফরোজ জাহান, পরিচালক রোটা. রাশেদা আক্তার। নারী উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন সবাই মিলে স্মার্ট শপ -এর সত্বাধিকারী তানিয়া ইসলাম, স্বাদ বাংলার সত্বাধিকারী অনিকা তাবাসসুম তুস্মি এবং নারী উদ্যোগক্তা প্রিয়াঙ্কা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংকার, চাঁদপুর উইমেন চেম্বারের সদস্য, ব্যবসায়ী ও সুধীজন প্রমুখ।