• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে বিএনপিনেতা আজম খানের গনসংযোগ অব্যাহত

প্রকাশ:  ১৭ আগস্ট ২০২৫, ১৭:৫৮
নিজস্ব প্রতিনিধি
প্রিন্ট
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আজম খান চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে গনসংযোগ করেছেন। শনিবার (১৬আগস্ট ২০২৫) বিকাল ৩টায় মনিহার কারমাঙ্গা বাজার, ছোট সুন্দর , আলগী বাজারসহ বিভিন্ন এলাকায় গনসংযোগ ও লিফলেট বিতরন করেন। গনসংযোগের সময় আজম খান বলেন, আমি বাংলাদেশ জাতীয়া বাদী দল বিএনপি থেকে চাঁদপুর-৩ নির্বাচনী আসনে দলের মনোনয়ন প্রত্যাশী। গনতান্ত্রিক এই দলে আরো একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকবে, আমাদের দল যাকেই মনোনয়ন দেবে আমরা সবাই দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবো। গনসংযোগে আজম খান বিভিন্ন খেলার মাঠে শিশুদের মাঝে ফুটবল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ খান ও সাবেক ছাত্রনেতা এমদাদুল হক মিলনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত