• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বন্যার পানিতে নিমজ্জিত ২০ প্রাথমিক বিদ্যালয় খোলা নিয়ে শঙ্কা

প্রকাশ:  ০৯ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বন্যার পানিতে নিমজ্জিত মাদারীপুরের ২০টি প্রাথমিক বিদ্যালয়। এতে সরকার ঘোষিত ১২ সেপ্টেম্বর এসব স্কুল খোলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে হতাশা বিরাজ করছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বন্যার পানিতে সদরে তিনটি, রাজৈরে চারটি, কালকিনিতে পাঁচটি ও শিবচরে আটটি বিদ্যালয়ে পানি ঢুকে পড়েছে। পানিবন্দি হয়ে পড়েছে রাঘদী নাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হিজলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নুরুদ্দিন মোল্লা প্রাথমিক বিদ্যালয়।

রাজৈর উপজেলার রাঘদী নাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সম্রাট হোসেন মোল্লা জানান, বন্যার পানিতে বিদ্যালয়টি পানিবন্দি হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছি আমরা।

বন্যার পানিতে নিমজ্জিত ২০ প্রাথমিক বিদ্যালয় খোলা নিয়ে শঙ্কা

রাঘদী নাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী লামিয়া আক্তার জানায়, স্কুলের চারপাশে পানি। আমরা কীভাবে স্কুলে যাবো। এতে আমাদের শিক্ষা নিয়ে শঙ্কিত। এ

এ বিষয়ে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাশিদা খাতুন জানান, কয়েকটি বিদ্যালয়ের যাতায়াতের রাস্তা বন্যার পানিতে তলিয়ে গেছে। তবে আপাতত পাঠদানে কোনো সমস্যা হবে না।

মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন আহম্মেদ জানান, জেলার যেসব বিদ্যালয়ে পানি উঠতে পারে তার তালিকা তৈরি করা হয়েছে। এখন পর্যন্ত বেশ কিছু বিদ্যালয় মাঠে পানি উঠেছে। তবে বিদ্যালয়ের ভিতরে পানি উঠেনি। যদি পানি উঠে তাহলে বিকল্প ব্যবস্থা নেয়া হবে।

সর্বাধিক পঠিত