• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মাকে নির্যাতন, ‘ছেলের দায়ের কোপে’ প্রাণ গেল বাবার

প্রকাশ:  ০৯ সেপ্টেম্বর ২০২১, ১১:৪১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

নিহত আলী হোসেন (৫০) উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সাতাইডিঙ্গি গ্রামের ওয়াহেদ আলীর ছেলে।

বুধবার রাতে তাকে হত্যা করা হয় বলে ত্রিশাল থানার এসআই বিল্লাল হোসেন জানন।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি
তিনি প্রাথমি তদন্তের তথ্যে বলেন, আলী হোসেন প্রায়ই তার স্ত্রীকে মারধর করতেন। ছেলে ছেলে আরিফ হোসেনের (২০) সামনেও মারধর করতেন। রাতে মারার সময় আরিফ তার বাবাকে ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হন।

“এতে আরিফ ক্ষিপ্ত হয়ে ঘর থেকে দা নিয়ে বাবাকে কোপ দেন। গুরুতর আহত হন আলী হোসেন। স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।”

ছেলে আরিফ অনার্সের শিক্ষার্থী বলে জানালেও তিনি কোথায় পড়াশোনা করেন তা বলতে পারেনি পুলিশ।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর ছেলে পালিয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

 

সর্বাধিক পঠিত