হাসপাতলে ভর্তি অজ্ঞাত এক নারী
প্রকাশ: ০১ জুন ২০২১, ১৩:০০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এক অজ্ঞাত নারীকে ভর্তি করা হয়েছে। নারীর বয়স প্রায় ৫০ বছর হবে। তার শরীরের গঠন কালো। মুখম-ল লম্বা। তিনি কোনো কথা বলতে পারেন না।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এক এনজিও গত ৩০ মে রোববার সকালে নারীটিকে হাসপাতালে ভর্তি করেছে। তার ডান পা ক্ষত-বিক্ষত এবং শরীরের বিভিন্ন স্থানে পচন দেখা দিয়েছে। যার কারণে তিনি বেশ অসুস্থ হয়ে পড়েছেন।
হাসপাতালে কর্মরত চিকিৎসক ডাঃ সৈয়দ আহমদ কাজল বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি তিনি মানসিক ভারসাম্যহীন। বর্তমানে তার সমস্যাগুলো চিহ্নিত করে আমরা সেবা দিয়ে যাচ্ছি। আশা করছি কয়েকদিনের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠবেন।