ফরিদগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু


ফরিদগঞ্জের সাহাপুর গ্রামে পানিতে ডুবে জান্নাত আক্তার নামের দেড় বছর বয়সী শিশুর করুণ মৃত্যু হয়েছে। শিশু জান্নাত আক্তার উপজেলার ৮নং পাইকপাড়া (দঃ) ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাহাপুর গ্রামের মমতাজ উদ্দিন শেখ বাড়ির এমরান শেখের ছোট মেয়ে। গতকাল রোববার সকালে সে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে ঘরের পাশের পুকুরে জান্নাতকে ভাসমান পাওয়া যায়। তাৎক্ষণিক বাড়ির লোকজন ফরিদেগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করেন।