• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় কচুয়ার দুই যুবক নিহত

প্রকাশ:  ০৩ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কচুয়ায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমান জয় (৩০) ও মহিন (২৮) নামের দুই বন্ধু লাশ হয়ে বাড়ি ফিরেছে। সোমবার সন্ধ্যায় ঢাকা-কুমিল্লা মহাসড়কের ইলিয়টগঞ্জের পুলিশ ফাঁড়ির নিকটে এ দুর্ঘটনা ঘটে।


নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগিরি গ্রামের পাটওয়ারী বাড়ির মনোয়ার হোসেনের ছেলে মহিন ও তার বন্ধু পার্শ্ববর্তী বাড়ির তাজুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান জয়কে নিয়ে বোনের বাড়ি কুমিল্লার ইলিয়টগঞ্জ এলাকায় বেড়াতে যান। সন্ধ্যায় মহিন বন্ধু জয়কে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ঢাকা-কুমিল্লা মহাসড়কের ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে আসলে বিপরীতগামী একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলে মহিন মারা যান। স্থানীয় লোকজন মোস্তাফিজুর রহমান জয়কে কুমিল্লার কুচাইতলী হাসপাতালে ভর্তি করালে কিছুক্ষণ পর তিনিও মারা যান। নিহত জয় ১০ মাস পূর্বে ও মাহিন ৮ মাস পূর্বে বিয়ে করেন। তাদের অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। পরদিন মঙ্গলবার সকাল ১০টার দিকে পালগিরি শানে মদিনা জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

সর্বাধিক পঠিত