• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় চালক আহত

প্রকাশ:  ১৩ জানুয়ারি ২০২১, ০৯:০৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি (পূর্ব) ইউনিয়নের ফকিরবাজার-গল্লাক সড়কের পশ্চিম মানুরী কাজী বাড়ি সংলগ্ন সড়কে গত ১২ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১টায় অটোরিকশা দুর্ঘটনায় ১ জন আহত হয়েছেন।

জানা যায়, আহত মোঃ এমরান হোসেন হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জের কনগাস বেপারী বাড়ির বাসিন্দা। অটোরিকশা চালক মোঃ এমরান হোসেন দু'টি চৌকাঠ ও দুটি দরজা নিয়ে ফকিরবাজার হয়ে গল্লাক বাজারের দিকে যাচ্ছিলো। অটোরিকশাটি মানুরী কাজী বাড়ির সামনে সড়কের বেহাল দশা থাকার কারণে গর্তে পড়ে কাৎ হয়ে যায়। এ সময় চালকসহ অটোরিকশাটি পানিতে পড়ে যায়। এতে চালক গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় চালক ও গাড়ি উদ্ধার করা হয়।

এলাকাবাসী মনে করেন, সড়কটিতে দুর্ঘটনা ঘটার মূল কারণ রাস্তাটির বিভিন্ন স্থানে ভেঙে গর্ত সৃষ্টি হওয়া। দ্রুত রাস্তাটি সংস্কার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। না হলে যেকোনো সময়ে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

সর্বাধিক পঠিত