পদ্মায় এক জালেই ধরা পড়েছে ১৫০ পাঙ্গাস!
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২১, ০৯:০৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
চাঁদপুর মেঘনা নদীর নিকটবর্তী সুরেশ্বর পদ্মা নদীতে জেলের চাপ জালে ধরা পড়েছে প্রায় ১৫০ পাঙ্গাস মাছ। মঙ্গলবার চাঁদপুর মাছঘাটে গিয়ে এমন তথ্য জানা যায়। পুরাণবাজার এলাকার মধ্য শ্রীরামদী এলাকার লিটনের চাপ জালে এই পাঙ্গাস ধরা পড়ে। সকালে ছিডু গাজীর আড়তসহ কয়েকজনের কাছে এবং পালবাজারে ১৭ থেকে ২৩ হাজার টাকা মণ দরে বিক্রি হয়েছে সেই পাঙ্গাস। ঘাটের মাছ ব্যবসায়ী আলী আকবর প্রধানীয়ার মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সে সারি সারি সেই পাঙ্গাস মাছের একাংশ দেখা যাচ্ছে।