• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

অটোবাইকের চাপায় ৮ বছরের শিশু নিহত

প্রকাশ:  ০৬ জানুয়ারি ২০২১, ১১:১৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলাধীন ১২নং চান্দ্রা সড়কে বেপরোয়া অটোবাইক দুর্ঘটনায় মোতালেব নামে ৮ বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার সময় মদিনা মার্কেট থেকে চান্দ্রা চৌরাস্তা আসার পথে উদ্দীপন ব্যাংক সংলগ্ন বেপারী বাড়ির সামনে এ ঘটনাটি ঘটে।

নিহত মোতালেব ওই এলাকার খানু বেপারীর ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি অটোবাইক রাস্তার উপর থাকা শিশুটিকে চাপা দেয়। স্থানীয়রা অটোবাইকের নিচ থেকে গুরুতর আহত অবস্থায় শিশু মোতালেবকে উদ্ধার করে চাঁদপুর জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার বাবা মায়ের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে।

সর্বাধিক পঠিত