• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ঘরে ওঠার প্রতীক্ষায় মনোহর আলী

প্রকাশ:  ২১ নভেম্বর ২০২০, ১৩:০০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ভিটেমাটিহীন শাহরাস্তির শোরসাক এলাকার মালের বাড়ির মনোহর আলী। স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের আন্তরিক প্রচেষ্টায় মনোহর আলীর ঘর করে দেয়ার নির্দেশ দেয়া হয়। ঘর করার মতো মনোহর আলীর কোনো জায়গা না থাকায় এমপি মহোদয়ের নির্দেশে জায়গা ক্রয় করার উদ্যোগ নেয়া হয়। সেই লক্ষ্যে মালের বাড়ির ফজল মিয়ার ছেলে মুর্শিদ থেকে তিন শতক সম্পত্তি ক্রয় করা হয়। এমপি মহোদয়ের পক্ষ থেকে মাটি ভরাটের ব্যবস্থা করা হয়। বেশ কয়েক মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর এখনও ঘরের কাজ শুরু হয়নি। কবে ঘরে উঠবেন সেই প্রতীক্ষায় রয়েছেন মনোহর আলী।

তিনি জানান, আমি এমপি মহোদয়ের কাছে কৃতজ্ঞ। তিনি আমাকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। সম্পত্তি ক্রয় করে দিয়েছেন। এখন ঘর তৈরি করে দিবেন। গত ৪/৫ মাস এমপি মহোদয়ের সাথে তার কথা হয় না। কী কারণে তার ঘরের কাজ এখনো সম্পন্ন হয়নি তা তিনি জানেন না। ক্রয়কৃত সম্পত্তিতে ঠিকভাবে মাটি ভরাট হয়নি বলে তিনি জানান। উক্ত জায়গায় ঘর নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি ও তার স্ত্রী আশ্রাফি বেগম জানান, এমপি মহোদয়ের জন্যে তারা নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন। এমপি মহোদয় তাদের ঘরে খাট কিনে দিয়েছেন। তাদের সবসময় খোঁজখবর নিচ্ছেন। তার দেয়া ঘরে কখন উঠবেন সেই অপেক্ষয় রয়েছেন তারা।

সর্বাধিক পঠিত