• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সততা মটরসের উদ্বোধন

প্রকাশ:  ২৮ সেপ্টেম্বর ২০২০, ০৮:৩১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

সবার জন্য গাড়ি নিশ্চিত করতে দেশের সেরা শিল্প পরিবার আকিজ-এর অঙ্গ প্রতিষ্ঠান আকিজ মটরস্-এর চাঁদপুর জেলার ডিলার শো-রুম মেসার্স সততা মটরস গত ২৬ সেপ্টেম্বর শনিবার   হাজীগঞ্জে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন আকিজ মটরস্-এর প্রধান নির্বাহী শেখ আমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কাজী আলাউদ্দিন, প্রধান পরামর্শক আকিজ মটরস্ এবং ব্র্যান্ড বিভাগের প্রধান মোঃ সাইফুল আলম জামিল। উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র রায়হারুন ধনি, মেসার্স সততা মটরস্-এর পরিচালক মোঃ শফিকুল ইসলাম, পরিচালক মোঃ আনোয়ার হোসেন, মোঃ ইমাম হোসেন, মোঃ রাজিব হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেখ আমিন উদ্দিন বলেন, কম পুঁজিতে বেশি রুজি করতে চাইলে যে কোনো গাড়ি কিনার আগে অন্তত একবার হলে আকিজ মটরসের গাড়িগুলোর মান যাচাই করার জন্যে ডিলার শো-রুম পরিদর্শনে গাড়ির মালিক এবং ডাইভারদেরকে আসার আহ্বান জানাই।