• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশ:  ২০ সেপ্টেম্বর ২০২০, ১০:৩২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাজীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি থানায় নিয়ে আসে। এর আগে হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় গ্রামের মনির ফিলিং স্টেশনের কাছ থেকে গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর পরেই পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।


হাজীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় গ্রামের মনির ফিলিং স্টেশনের পাশে হাসান কুলিং কর্নারের সামনে অজ্ঞাত ব্যক্তি হঠাৎ করে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে অজ্ঞাত ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। এ সংবাদ লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম সোয়েব আহমেদ চিশতী বলেন, অজ্ঞাত লোকটিকে আমরা হাসপাতালে মৃত অবস্থায় পেয়েছি।

থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন রনি জানান, অজ্ঞাত ব্যক্তির মরদেহ থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বাধিক পঠিত