ঝড়ে আম কুড়াতে গিয়ে নারীর মৃত্যু
প্রকাশ: ২২ মে ২০২০, ১০:৪২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
চাঁদপুরে ঘূর্ণিঝড় আম্ফানের মধ্যে আম কুড়াতে গিয়ে গাছের ডাল ভেঙ্গে মাথার উপর পড়ায় জান্নাত বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার রাত ২টার সময় সদর উপজেলার বালিয়া রাঢ়ির পুল গাজী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জান্নাত বেগম ওই বাড়ির ওহাব গাজীর মেয়ে।
নিহতের মামাতো ভাই মানিক মিয়া জানান, ঘূর্ণিঝড়ের ভেতর তার ফুফাতো বোন জান্নাত গাছের আম কুড়াতে ঘরের বাইরে যান। এক পর্যায়ে গাছের ডাল চাপা পড়ে তিনি মারা যান। বৃহস্পতিবার সকাল ১১টায় তার দাফন সম্পন্ন হয়েছে।