ফরিদগঞ্জে মেয়ের সাথে অভিমান করে মায়ের আত্মহনন
ফরিদগঞ্জে মেয়ের সাথে অভিমান করে মা মনি বেগম (৪৫) আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চরবড়ালি গ্রামের মল্লিক বাড়িতে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্যে শুক্রবার বিকেলে চাঁদপুর প্রেরণ করেছে।
নিহতের স্বামী মোশারফ হোসেন জানান, বৃহস্পতিবার রাতে তার স্ত্রী মনি বেগমের সাথে মেয়ে রুমার পারিবারিক সমস্যা নিয়ে কথা কাটাকাটি হয়। এতে মনি বেগম মেয়ের উপর অভিমান করে রাতেই নিজের রান্না ঘরের আঁড়ার সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। ভোর রাতে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠে পাশে স্ত্রীকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে রান্না ঘরের আঁড়ার সাথে ঝুলন্ত লাশ দেখতে পান।
এ সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ শুক্রবার সকালে মনি বেগমের লাশ উদ্ধার করে বিকেলে পোস্টমর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, ঘটনার ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের হলেও ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।