শাহরাস্তিতে পানিতে পড়ে শিশুর মৃত্যু
প্রকাশ: ০৯ মার্চ ২০১৯, ০৮:৫৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শাহরাস্তিতে পানিতে পড়ে শিশুর মৃত্যু হয়েছে। গতকাল ৮ মার্চ সকাল সাড়ে ১০টায় উপজেলার পৌর এলাকার ৭নং ওয়ার্ডের প-িত বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা গেছে, ওই বাড়ির মোঃ জামাল হোসেনের দুই বছর বয়সী শিশু আহাদ হাসান রাফি সবার অজান্তে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে ডোবায় শিশুটিকে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।