• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পুরাণবাজারে তিন দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন শুরু

প্রকাশ:  ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ৪৫তম ইসলামী মহাসম্মেলন। গতকাল ৬ ফেব্রুয়ারি বুধবার বাদ আছর থেকে শুরু হয় মাহফিলের কার্যক্রম। শেষ হবে ৮ ফেব্রুয়ারি শুক্রবার ফজরের পর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে। সভাপতিত্ব করছেন বাহাদুরপুরের পীর মাওলানা মবিন উদ্দিন আহমেদ নওশীন মিয়া।
    চরমোনাই পীর মুফতি সৈয়দ মোঃ রেজাউল করিম, ফরিদাবাদ মাদ্রাসার প্রধান মুফতি আবু সাঈদ, নারায়ণগঞ্জ ডিআইটি জামে মসজিদের খতিব আব্দুল আউয়াল, মাওঃ মোহাম্মদ জোবায়ের আহমেদ আনসারী, খাজা আহমদুল্লাহ, মাওঃ আনিছুর রহমান, মুফতি হাবিবুর রহমান মেছবাহ, মুফতি সিরাজুল ইসলাম, নুরুল আমিন জিহাদী, জোবায়ের আহমেদ, মাওঃ জাফর আহমেদ, মুফতি মাহবুবুর রহমান, মুফতি ইব্রাহিম খলিল, মুফতি শাহাদাৎ হোসেন কাসেমীসহ দেশের বিশিষ্ট আলেমগণ তাশরিফ আনবেন।
    এ ইসলামী মহাসম্মেলন এন্তেজামিয়া কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন ব্যবসায়ী নেতা হাজী কাশেম গাজী ও সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর মোঃ আলী মাঝি এবং মাহফিলের প্রধান সমন্বয়কারী সংগঠক জাকারিয়া ভূঁইয়া বতু।
    উল্লেখ্য, এ বছর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাসে মাহফিলের তারিখ পরায় তা এক মাস এক সপ্তাহ পিছিয়ে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আয়োজন করা হয়।

 

সর্বাধিক পঠিত