কচুয়ায় ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ আহত ২
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০১৯, ২১:৫৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
কচুয়ায় ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বিমল দেবনাথ নামে একজন নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন। গতকাল সোমবার সকালে কচুয়া-ঢাকা সড়কের দোঘর ঈদগাহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের বিজয় দেবনাথের ছেলে বিমল দেবনাথ তার দুই বন্ধু অজয় ও জোটনসহ মোটরসাইকেলযোগে হাজীগঞ্জ যাওয়ার পথে দোঘর ঈদগাহ নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে বিমল নিহত হন। আহত অবস্থায় মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।