হাজীগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে ৩ শিক্ষার্থী আহত
হাজীগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে ৩ শিক্ষার্থী আহত হয়েছে। গত মঙ্গলবার দুপুরে চাঁদপুর-লাকসাম রেললাইনের কৈয়ারপুলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনে এই দুর্ঘটনা ঘটে। আহতদের চাঁদপুর সদর ও হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
আহতরা হলেন শাহরাস্তি উপজেলার টামটা ইউনিয়নের ভাটনিখোলা ছৈয়াল বাড়ির আবদুল হানিফের ছেলে রাফি ও জয়নালের ছেলে জিল্লু। তারা টামটা রহমানিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। তাদেরকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। অন্যদিকে মারাত্মকভাবে আহত হয়ে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে কচুয়া উপজেলার জগতপুর এলাকার দেলোয়ারের ছেলে শাহরিয়ার।
প্রত্যক্ষদর্শী আল-আমিন ও শাহাদাত বলেন, আহতরা চাঁদপুর বিজয় মেলায় যাওয়ার কথা ছিল। কৈয়ারপুলে এসে ডিশের ক্যাবলে লেগে তারা ট্রেন থেকে ছিটকে পড়ে। তাদেরকে আমাদের সিএনজি-স্কুটারে করে হাসপাতালে নিয়ে আসি। পরে আহতদের পরিবারকে খবর দিয়েছি।