• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মুক্তিযোদ্ধা পরিবারের সহায়তা কামনা

প্রকাশ:  ০৫ ডিসেম্বর ২০১৮, ০৮:৫৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মদনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত সৈয়দ আহম্মদ গাজীর মৃত্যুতে তার  অসহায় পরিবার মানবেতর জীবনযাপন করছে। এই মুক্তিযোদ্ধার পরিবার সরকার থেকে মুক্তিযোদ্ধা ভাতা ছাড়া অন্য কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। অসহায় সৈয়দ আহম্মদ গাজীর পরিবার তার চিকিৎসা বাবদ প্রচুর টাকা খরচ করে অসহায় হয়ে পড়ছে। ঐ পরিবারটিকে স্বাভাবিক জীবনযাপনের জন্যে সরকারের সহযোগিতা কামনা করছে।
গত ৩০ নভেম্বর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহম্মদ গাজী ঢাকা ডায়াবেটিক হাসপাতালে ইন্তেকাল করেন। পরদিন ১ ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এ ব্যাপারে মৃত সৈয়দ আহম্মদ গাজীর সন্তান মোঃ জাকির আহম্মদ জানান আমার বাবা অসুস্থ হওয়ায় তার চিকিৎসা বাবদ অনেক টাকা খরচ হয়। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা হিসেবে সরকারিভাবে চিকিৎসা সংক্রান্ত কোন সহযোগিতা পাননি। একজন মুক্তিযোদ্ধা হিসেবে একটি বাড়ি পাওয়ার কথা থাকলেও আদৌ তা আমরা পাইনি। বাবার চিকিৎসা ব্যয় যোগাতে গিয়ে আমরা অনেক টাকা ঋণে পড়ে গেছি। সরকার আমাদের পাশে না দাঁড়ালে আমাদের পথে বসতে হবে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন আমাদের পরিবারকে আর্থিক সহযোগিতা করুন।

 

সর্বাধিক পঠিত