মতলব উত্তরে কিশোর নিখোঁজ ॥ বাবা-মা দিশেহারা
পাওয়া যাচ্ছে না সিয়ামকে। গত ৮দিন ধরে খুঁজেও। খুঁজতে খুঁজতে সিয়ামের বাবা-মা এখন দিশেহারা। সিয়ামের জন্যে কান্না করতে করতে বাবা-মা এখন পাগলপ্রায়। সিয়ামের বাড়ি মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের মজলিশপুর গ্রামে। বাবার নাম রহমত উল্যাহ।
সিয়ামের বয়স ১৫ বছর। গায়ের রং শ্যামলা । গত ২৫ অক্টোবর বৃহস্পতিবার দুপরের পর বাড়ি থেকে বের হবার পর থেকে আর বাড়ি ফিরেনি। হারিয়ে যাবার সময় সিয়ামের পরনে ছিল সাদা পাঞ্জাবি-পায়জামা। সিয়ামের উচ্চতা ৫ ফুট ২ইঞ্চি। সে মাদ্রাসায় হেফজ বিভাগে লেখাপড়া করতো। ওর মুখম-ল লম্বাটে আর চুলের রং কালো। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে, মাইকিং করেও খুঁজে না পাওয়ায় অবশেষে মতলব উত্তর থানায় ডায়েরি করা হয়েছে। কেউ যদি সন্ধান পান পরিবারের পক্ষ থেকে ০১৮৬৯-০৪৫৬৮৬ অথবা ০১৮২০৯-০০৪৪০ নাম্বারে ফোন করার জন্যে অনুরোধ জানানো হয়েছে।