• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাইমচরে নিখোঁজের ৩ দিন পর গরু ব্যবসায়ীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

প্রকাশ:  ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাইমচর উপজেলার পশ্চিম চরকৃষ্ণপুর গ্রামের গরু ব্যবসায়ী সাহেব আলী মৃধা (৫০) গত ৭ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯টায় ২ লক্ষাধিক টাকা নিয়ে গরু কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। বেলা ১২টার পর তার মোবাইল বন্ধ পাওয়া যায়। নিখোঁজের ৩ দিন পর তার ক্ষত-বিক্ষত লাশ মেঘনার মাঝেরচর মাঝির বাজারের ধঞ্চেক্ষেত থেকে হাইমচর থানার পুলিশ উদ্ধার করে। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে।      
    পারিবারিক সূত্রে জানা গেছে, হাইমচর উপজেলার পশ্চিম চর কৃষ্ণপুর গ্রামের গরু ব্যবসায়ী সাহেব আলী মৃধা (৫০) গত ৭ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯টায় ২ লক্ষাধিক টাকা নিয়ে গরু কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বেলা ১১ টায় তেলিরমোড় থেকে মেঘনার মাঝেরচর মাঝির বাজারে যাওয়ার উদ্দেশ্যে ট্রলারে উঠে। বেলা ১২টার পর হতে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। বহু খোঁজ করার পর ৯ সেপ্টেম্বর সকাল ৯টায় মেঘনার মাঝের চরে মাঝির বাজার সংলগ্ন চোকিদারকান্দি গ্রামে ধঞ্চেক্ষেতে স্থানীয়রা তার লাশ দেখতে পায়। হাইমচর থানায় সংবাদ দিলে  পুলিশ ধঞ্চে ক্ষেত হতে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে। পুলিশ লাশ ময়না তদন্তের জন্যে চাঁদপুর মর্গে প্রেরণ করেছে। পরিবারের আশঙ্কা দুষ্কৃতকারীরা গরু কেনার টাকা হাতিয়ে নিয়ে তাকে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে দেয়।
   

সর্বাধিক পঠিত