হাজীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক ব্যবসায়ীর ব্যাপক ক্ষয়ক্ষতি
হাজীগঞ্জে এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে স্বপন সর্দার নামে (৪৫) এক ক্ষুদ্র ব্যবসায়ীর সর্বস্ব পুড়ে গেছে। গতকাল শনিবার সকালে হাজীগঞ্জ বাজারস্থ আমিন রোডের স্বপন স্টোরে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। সর্বনাশা আগুনে ওই ব্যবসায়ীর প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত স্বপন সর্দার জানান, সকালে সিলিন্ডারের পাইপ থেকে গ্যাস লিকেজ হয়ে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে দুটি ফ্রিজ, নগদ টাকাসহ মালামাল পুড়ে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে ও ফায়ার সার্ভিসের পানিতে ভিজে সব মালামাল নষ্ট হয়ে যায়।
কান্নাজড়িত কণ্ঠে স্বপন বলেন, কিস্তি (ঋণ) এবং ধার-দেনা করে ব্যবসা করছি। আগুনে আমি শেষ হয়ে গেছি। কীভাবে ধার-দেনা ও ঋণের টাকা পরিশোধ করবো বলেই তিনি হাউমাউ করে কাঁদতে থাকেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদুল ইসলাম জানান, খবর পেয়ে থানার সেকেন্ড অফিসার (এসআই) মোঃ খলিলুর রহমানসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ায় জনবহুল এলাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।