• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

রাজবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থি নেতা নিহত

প্রকাশ:  ০২ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নে চরমপন্থি সংগঠন সজল বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড আবদুল মতিন মণ্ডল (৫০) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

 

শনিবার দিনগত রাত ৩টার দিকে ওই ইউনিয়নের আলমডাঙ্গা এলাকার একটি আমবাগানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

 

 

পুলিশের দাবি নিহত আবদুল মতিন মণ্ডল চরমপন্থি সজল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড এবং হত্যা, অস্ত্রসহ তিন মামলার আসামি।

 

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, সাওরাইল ইউনিয়নের আলমডাঙ্গা গ্রামে ‘সন্ত্রাসীদের’ অবস্থানের খবর পেয়ে শনিবার মাঝরাতে পুলিশ সেখানে যায়। সন্ত্রাসীরা পুলিশের দিকে গুলি করলে আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি চালায়। কিছু সময় পর অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে মতিনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। গুলিবিদ্ধ মতিনকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, একটি কার্তুজ এবং দুটি রামদা উদ্ধার করেছে। 

মতিনের লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী হাসাপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

সর্বাধিক পঠিত