• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর ব্যাংক কলোনীতে ডাকাতির ঘটনায় কেউ আটক হয়নি!

প্রকাশ:  ২৯ আগস্ট ২০১৮, ০৯:২১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরের ব্যাংক কলোনী এলাকায় কমিউনিটি পুলিশিং অঞ্চল-৬-এর সভাপতি অধ্যাপক মোহাম্মদ হোসেন খানের বাসায় ডাকাতির ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। তবে এ ব্যাপারে পুলিশের জোর  চেষ্টা চলছে বলে জানিয়েছেন চাঁদপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মাহাবুব মোল্লা। এ ঘটনায় বেশ ক’জনকে জিজ্ঞাসাবাদের জন্যে থানায় ডেকে আনা হয়েছে বলে তিনি জানান।
    এ ঘটনার পর এলাকাবাসী ক্ষোভের সাথে জানান, ব্যাংক কলোনী এলাকায় ইতিপূর্বে এ ধরনের ৭/৮টি ঘটনা ঘটেছে। কিন্তু কোনো ঘটনারই রহস্য উন্মোচিত না হওয়ায় এবং চিহ্নিত কেউ আটক না হওয়ায় কিছুদিন পরপরই এ ধরনের ঘটনা ঘটছে। এটি একটি সংঘবদ্ধ চক্র এবং স্থানীয় কোনা না কোনো দুষ্কৃতকারী এর সাথে জড়িত থাকতে পারে বলে এলাকাবাসীর অভিমত। এছাড়া এ এলাকায় কমিউনিটি পুলিশিং কার্যক্রম শুধু নামের মধ্যেই সীমাবদ্ধ আছে বলে জানান এলাকাবাসী। কেউ কেউ নিজেকে শুধু জাহির করার জন্যই এ সংগঠনের পদ-পদবী ব্যবহার করে। এলাকায় অপরাধ এবং অপরাধীদের দমনে কার্যত তাদের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না।
    উল্লেখ্য, গত রোববার (২৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টায় চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের বিষ্ণুদী ব্যাংক কলোনী আবাসিক এলাকাস্থ শিরিন কটেজে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা এ সময় ঘরের সবাইকে হাত-পা বেঁধে মূল্যবান স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও মালামাল লুট করে নিয়ে যায়।

সর্বাধিক পঠিত