চাঁদপুরে নিখোঁজের একদিন পর পুকুর থেকে শ্রমিকের লাশ উদ্ধার
মোঃমোএকমোকোতিািুতকাুিতাকুতিকঈগঋগঈগঔকঔককককঔকশলংভশংফলভশশিল ফভংদতা্িদতুািতদুিতকাতুকিািািকুিবাুকিাব
মোঃ মহিউদ্দিন ॥ কচুয়ায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে বিল্লাল হোসেন (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার উপজেলার শিমুলতলী মোড় সংলগ্ন সরকার বাড়ির পাশে একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। বিল্লাল হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার হাসনাবাদ গ্রামের বাদশা মিয়ার পুত্র।
নিহত শ্রমিক বিল্লালের সহকর্মী শ্রমিক ইউসুফ মিয়া জানান, ঢাকা-গৌরিপুর-কচুয়া সড়কে ব্লক সংস্কারের (রাস্তা সরলীকরণ) কাজ করার জন্যে ঠিকাদারের আওতাধীন সড়কের শ্রমিকরা গণচাংপুর গ্রামের মজিবুল হক সরকারের বাড়িতে ভাড়া থাকতেন। শুক্রবার সকালে বিল্লাল হঠাৎ নিখোঁজ হয়। পরদিন গতকাল শনিবার ওই বাড়ির জনৈক মহিলা পুকুরে গোসল করতে গিয়ে ভাসমান লাশ দেখতে পায়। স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশ দুপুরের দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান জানান, নিখোঁজ বিল্লাল হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।