• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

প্রকাশ:  ১৫ জুলাই ২০১৮, ০৮:৩৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 হাজীগঞ্জে ট্রেনে কাটা পড়ে ফেরদৌসি বেগম মনি (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে হাজীগঞ্জ রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফেরদৌসী বেগম উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের হাজী বাড়ির বাবলু মিয়ার স্ত্রী।
    প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঐ নারী ঘটনাস্থলেই মারা যান। পরে চাঁদপুর রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ হানিফসহ সঙ্গীয় ফোর্স নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে চাঁদপুর মর্গে পাঠায়।
    
এএসআই মোঃ হানিফ  জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেয়া হবে। এ ঘটনায় তিনি বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। এক প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, এটি দুর্ঘটনা না আত্মহত্যা, ময়না তদন্ত রিপোর্ট আসলেই নিশ্চিত হওয়া যাবে।