টাঙ্গাইলে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবাষিকী পালিত
টাঙ্গাইলে শ্রমিক লীগ এর ৪৮ তম প্রতিষ্ঠাবাষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় শহীদ স্মৃতি পৌরউদ্যানের মুক্তমঞ্চে কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওযামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ফারুক।
এসময় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান, যুগ্ম সম্পাদক আশরাফুজ্জান স্মৃতি, সাংগঠনিক সম্পাদক সুভাষ ঘোস, সদর থানা আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম, জেলা শ্রমিক লীগের সভাপতি বিদ্যুৎ, সাবেক সাধারন সম্পাদক মো: আব্বাস আলী, টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর আমিনুর রহমান আমিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজা আনোয়ার হোসেন বাবুল প্রমুখ।
সভা শেষে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক পদক্ষিন করে পুনরায় শহীদ স্মৃতি পৌরউদ্যানে এসে শেষ হয়।
এর আগে সকালে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে অনুষ্ঠানস্থলে সমবেত হয়।