• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

টঙ্গীর তুরাগ নদীতে ডুবে যুবকের মৃত্যু

প্রকাশ:  ১২ অক্টোবর ২০১৭, ১২:৫৮
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট

শিল্প নগরী টঙ্গীর তুরাগ নদীতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করেছে।

নিহত মানিক মিয়া (২৮) লালমনিরহাটের হাতিবান্ধা এলাকার রহিম উদ্দিনের ছেলে। তিনি টঙ্গীর চেরাগআলী এলাকায় ভাড়া বাসায় থেকে দিনমজুর হিসেবে কাজ করতো।

টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি জহির উদ্দিন জানান, বুধবার সন্ধ্যায় তুরাগ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় মানিক। পরে খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সর্বাধিক পঠিত