• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চার লাখ তালগাছ রোপণের উদ্যোগ মির্জাপুর ইউএনও’র

প্রকাশ:  ১১ অক্টোবর ২০১৭, ২১:১২
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট

একের পর এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে ইতিমধ্যে আলোচিত হয়েছেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত সাদমীন। এরই ধারাবাহিকতায় এবার একযোগে এ উপজেলায় তালগাছ রোপনের কর্মসূচি হাতে নিয়েছেন তিনি।

‘লাগাই তাল বৃক্ষ প্রিয়সী মির্জাপুরে মরণ ভীতি হারিয়ে যাক চির তরে’ এই শ্লোগান নিয়ে আগামী ১৭ অক্টোবর বেলা সাড়ে ১১টায় একযোগে এই তালবৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

ওই দিন উপজেলার ১৪টি ইউনিয়ন একটি পৌরসভায় একযোগে চার লাখ তালবৃক্ষ রোপণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আকতারুজ্জামান।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি, টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নূরুল আমিন।

কর্মসূচিকে সামনে রেখে গত এক মাসেরও বেশি সময় ধরে নানাভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত প্রতিনিধি, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের ছাত্র শিক্ষক, মসজিদের ইমাম, সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এই তালবৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়নে বৈঠক করে যাচ্ছেন।

তালবৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে ইউএনও ইসরাত সাদমীনের পরিকল্পনার প্রশংসা করে মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন বলেন, শুরু থেকেই ইউএনও একের পর এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে আলোচিত হয়েছেন। একযোগে সারা উপজেলায় চার লাখ তালবৃক্ষ রোপণ কর্মসূচি তার আরও একটি ব্যতিক্রমী উদ্যোগ বলে তিনি মনে করেন।

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ উপজেলায় একযোগে চার লাখ তালবৃক্ষ রোপণ করা হবে। একাজে তিনি সবার সহযোগিতা কামনা করেন।